১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৪১:৩১ পূর্বাহ্ন


ইন্দোনেশিয়ায় থানায় বিস্ফোরণে নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
ইন্দোনেশিয়ায় থানায় বিস্ফোরণে নিহত ১ ফাইল ফটো


ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এক বিস্ফোরণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার ছুরি নিয়ে এক ব্যক্তি সেখানে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। বান্দুংয়ের পুলিশ কর্মকর্তা আসউইন সিপাইয়ুং মেট্রো টিভিকে বলেন, সকালে ৮টা ২০ মিনিটের দিকে ওই ব্যক্তি ছুরি নিয়ে পুলিশ স্টেশন ভবনে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র আহমদ রামাদান দেতিক ডকটম নিউজকে জানান, বিস্ফোরণে নিহত ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী।তবে আরও তথ্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের জানানো অনুরোধে পুলিশ তাত্‍ক্ষণিকভাবে সাড়া দেয়নি।মেট্রো টিভির ফুটেজে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পুলিশ ভবনটির কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে আছে আর বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া বের হচ্ছে।

বান্দুংয়ের বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন।বিস্ফোরণের উত্‍স তাত্‍ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার জঙ্গিরা বিভিন্ন সময় বিদেশিদের সমাগম আছে এমন স্থানগুলোসহ পুলিশ স্টেশন, গির্জায় হামলা চালিয়েছে।জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত জামাহ আনশারুত দৌলাহ (জেএডি) গত কয়েক বছরে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালানোর পর জঙ্গিদের দমন করতে কঠোর সন্ত্রাসবিরোধী আইন তৈরি করেছে কয়েক হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া।