১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:৩২:৫০ পূর্বাহ্ন


ঢাকায় সৌদি আরবে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২২
ঢাকায় সৌদি আরবে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার ঢাকায় সৌদি আরবে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার


ঢাকা মহানগরীর নয়াপল্টন এলাকা থেকে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা রহমত উল্যা অরফে রাজু এবং তার সহযোগী বিউটি বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:  নোয়াখালী জেলার বেগমগঞ্জ  থানার কুতুবপুর গ্রামের মৃত অলি উল্যার ছেলে রহমত উল্যা অরফে  রাজু (৪২) ও তার সহযোগী নারায়ণগঞ্জ জেলার  সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রামের মৃত আক্কেল আলীর মেয়ে  বিউটি বেগম (৩৫),।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার। তিনি জানান, গ্রেফতার  পাচারকারীরা জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভূয়া ট্রাভেলস্ এজেন্সী খুলে চাকুরী প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকুরী, থাকা খাওয়া ফ্রী এবং নানাবিধ সুবিধসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভূক্তভোগীদের জিম্মি করে নির্যাতন চালানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।