২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:২৬:৫৬ পূর্বাহ্ন


নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমস্যা সমাধানে কাজ করবে উপজেলা প্রশাসন
আতিকুল ইসলাম চৌধুরী,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২২
নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমস্যা সমাধানে কাজ করবে উপজেলা প্রশাসন নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমস্যা সমাধানে কাজ করবে উপজেলা প্রশাসন


দিনাজপুরের নবাবগঞ্জে মহান বিজয় দিবস ২০২২ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন। সভায় দিবসের আগে বীর মুক্তিযোদ্ধাদের সমস্যা সমাধানের কাজ করবে উপজেলা প্রশাসন।

আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার সভপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিজয় দিবস পালনে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও দিবসের আগে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ গ্রহণ করে বিজয় দিবস উদযাপন কমিটি।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, বন কর্মকর্তা মোঃ খাইরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নুরে শেফা, বীর মুক্তিযোদ্ধা গন, ৯ ইউনিয়নের চেয়ারম্যান গন, শিক্ষক, রাজনীতিবিদ,সাংবাদিক,সুধিজন সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।