২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:১৩:০৬ অপরাহ্ন


এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২২
এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ল ফাইল ফটো


ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সে হিসাবে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ১০৮ টাকা শূন্য ৯ পয়সা।

রোববার (৪ ডিসেম্বর) বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল ভার্চুয়ালি এই নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা থেকেই এ দাম কার্যকর হবে। 

তিনি জানান, সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিকহারে বাড়বে।

এর আগে ২ নভেম্বরে গ্রাহক পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করে বিইআরসি।