২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৬:৩৩:৫৫ পূর্বাহ্ন


নকল করায় ছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের বিচার দাবি
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২২
নকল করায় ছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের বিচার দাবি নকল করায় ছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের বিচার দাবি


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইউনিয়নের শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টার ওই স্কুলের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এ সময় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচার দাবি করে বক্তব্য দেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজার রহমান ওরফে নিলু খলিফা, অভিভাবক মীর হায়দার, সুবান শিকদার, ছাত্রী মোসা. হাবিবা প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) সকালে পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে এক শিক্ষার্থীর খাতা নিয়ে নেন দায়িত্বরত শিক্ষক। ঘটনাটি শুনে ওই শিক্ষার্থীকে নিজ কার্যালয়ের গোপন কক্ষে নিয়ে যান প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। সেখানে নিয়ে তাকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে তার মুখ চেপে ধরেন তিনি। পরে কোনোরকমে সেখান থেকে বের হয়ে আসে ওই শিক্ষার্থী।

এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক সাখাওয়াতের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।