২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:২৫:২৪ অপরাহ্ন


অতি উৎসাহীদের বিরুদ্ধে আগামীতে মামলা করা হবে: মিনু
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২২
অতি উৎসাহীদের বিরুদ্ধে আগামীতে মামলা করা হবে: মিনু অতি উৎসাহীদের বিরুদ্ধে আগামীতে মামলা করা হবে: মিনু


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী বিভাগীয় গণসমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করছেন কিছু সরকারি কর্মকর্তা। পুলিশ ভাইয়েরা আমাদের দেশের সন্তান। তাদের দায়িত্ব দেশের শান্তি বজায় রাখা। কিন্তু কিছু অতি উৎসাহী কর্মকর্তা বাধা দেওয়ার চেষ্টা করছেন। অতি উৎসাহীদের বিরুদ্ধে আগামীতে মামলা করা হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মুনলাইট কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের সমাবেশে সরকার বাধা দিয়ে যাচ্ছে। যত বাধাই আসুক রাজশাহীর সমাবেশ সফল করা হবে। জনতার দাবি এখন একটাই। সরকারের পতন চাই। যতই নির্মম নির্যাতন হোক না কেন আমরা রাজপথ ছাড়ব না। রাজপথে থাকা আমাদের অধিকার।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, নগরের সদস্য সচিব মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।