২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:১০:১৩ পূর্বাহ্ন


রহনপুর পৌর মেয়রসহ ২৬জনের মুক্তির দাবিতে ১ঘণ্টার কলম বিরতি ও অবস্থান ধর্মঘট!
গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২২
রহনপুর পৌর মেয়রসহ ২৬জনের মুক্তির দাবিতে ১ঘণ্টার কলম বিরতি ও অবস্থান ধর্মঘট! রহনপুর পৌর মেয়রসহ ২৬জনের মুক্তির দাবিতে ১ঘণ্টার কলম বিরতি ও অবস্থান ধর্মঘট!


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানসহ ২৬জনের মুক্তির দাবিতে ১ঘণ্টার কলম বিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পৌর এসোসিয়েশন রহনপুর পৌর ইউনিটের আয়োজনে পৌর চত্বরে এ কলমবিরতী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর প্যানেল মেয়র-১ জাহানারা পারভিন, কাউন্সিলর মহসিন আলী,সচিব খায়রুল হক, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেল,বিলক্লার্ক ইসমাইল হোসেন, সহকারী কর আদায়কারী জাকির বিশ্বাস সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, পৌরসভার উন্নয়নমূলক কাজ করতে গিয়ে ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানসহ ২৬জনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর আমলী আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ূন কবির তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। অবিলম্বে তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ১ঘণ্টার কলম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছি।

রাজশাহীর সময় /এএইচ