২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:৪৩:৩৪ অপরাহ্ন


রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২২
রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে ৪ (চার) দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক  ড. মো. রফিকুল ইসলাম সেখ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে ৯-১২ ফেব্রুয়ারি ৪ (চার) দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। 

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল গোফফার খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। 

৪ (চার) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৩ জন শিক্ষক স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করে। 

রাজশাহীর সময় /এএইচ