১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার, ০৩:১০:২৮ অপরাহ্ন


ক্রমশ জটিল ইরানের পরিস্থিতি, নিহত ৩০০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২২
ক্রমশ জটিল ইরানের পরিস্থিতি, নিহত ৩০০ ফাইল ফটো


আরও জটিল হয়ে উঠেছে ইরানের পরিস্থিতি। নীতি পুলিশের হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলা বিক্ষোভের ওপর অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়েছে কর্তৃপক্ষ। এই কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। বিক্ষোভে নিহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ।

রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে মারা গিয়েছে দুজন শিশু।

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যু হয়। 'অনুপযুক্ত পোশাক' পরার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। এরপর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। ইরানের পক্ষ থেকে দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিদেশি শত্রু ও তাদের প্রতিনিধিদের দায়ী করা হয়। এমনকি, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এই প্রতিবাদের সমর্থন জানিয়ে জাতীয় সঙ্গীত গায়নি ইরানের জাতীয় ফুটবল দল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, বিক্ষোভে ৩০০ জন মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে শিশুর সংখ্যা প্রায় ৪০ জন।