১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৬:৩৩:০০ অপরাহ্ন


ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ফাইল ফটো


ডেঙ্গুতে গত চব্বিশ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ২৩৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১৪৩ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৯৪ জন মারা গেছেন।

২০০০ সালে দেশে প্রথম ডেঙ্গু শনাক্ত হওয়ার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু। তবে নতুন করে ডেঙ্গ শনাক্তের সংখ্যা সামান্য কমেছে; গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৫১৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরে ৫৩ হাজার ৯২৮ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৬২৬ জন রাজধানীতে এবং ১৯ হাজার ৩০২ জন ঢাকার বাইরে। নতুন শনাক্ত ৫১৫ রোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ২৬৬ এবং ঢাকার বাইরের ২৪৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ২৩১। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৪৩ এবং ঢাকার বাইরে ৯৮৮ রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ হাজার ৪৬০ জন।