২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:০৫:১৯ অপরাহ্ন


গোমস্তাপুরে মাইস পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধমূলক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২২
গোমস্তাপুরে মাইস পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধমূলক সভা গোমস্তাপুরে মাইস পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধমূলক সভা


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি এনজিও সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

সোমবার ( ২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাইস পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোমস্তাপুর বাজারপাড়া সংলগ্ন প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মাইস পল্লী উন্নয়ন সংস্থার গোমস্তাপুর কার্যালয়ের জারজিস আলীর  সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মাইস পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরিফ আলী, উপজেলা সমাজসেবা ফিল্ড অফিসার সফিকুল ইসলাম প্রমূখ।