১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:০৩:২৫ পূর্বাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৩
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২২
রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৩ ফাইল ফটো


রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

রোববার (২০ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।

জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ৮ জনকে আটক করে।

যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ১২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ ফারুক হোসেন(৩৬) ও ২নং মোঃ সাইফুল ইসলাম(৩৫) কে ১৫বোতল ফেন্সিডিলসহ আটক করে।

মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ সাহাবুল(৩৯) কে ৫বোতল এ্যালকোহলসহ আটক করে।

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রুহল(২৯) কে ৫.৫গ্রাম হেরোইনসহ আটক করে।

বাঘা থানা পুলিশ ১নং মোঃ আব্দুল বারিক(৫৫) কে  ১কেজি গাঁজাসহ আটক করে।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।