১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:৩৩:৩২ অপরাহ্ন


খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ: মির্জা ফখরুলের
Rajshahir Somoy Desk
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২২
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ: মির্জা ফখরুলের খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ: মির্জা ফখরুলের


অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে দ্রুত তাকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। জীবন বাঁচাতে তাকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।

মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় বিএনপি নেতারা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ তোলেন।

গত ১৩ নভেম্বর থেকে  রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন।