২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৪৭:৫১ পূর্বাহ্ন


জাপানের দাবি: আমেরিকায় পরমাণু হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার হাতে!
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
জাপানের দাবি: আমেরিকায় পরমাণু হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার হাতে! জাপানের দাবি: আমেরিকায় পরমাণু হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার হাতে!


উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের ‘গোপন পরিকল্পনা’ নিয়ে দক্ষিণ কোরিয়া সতর্কবাণী শুনিয়েছিল কয়েক বছর আগেই। এ বার জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশুকাজু হামাদা দাবি করলেন, সেই পরিকল্পনায় সফল হয়েছে পিয়ংইয়ং। শুক্রবার তিনি জানালেন, আমেরিকার মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর মতো প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে উত্তর কোরিয়া।

হামাদা শুক্রবার বলেন, ‘‘১৫,০০০ কিলোমিটার পাল্লার অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম) রয়েছে উত্তর কোরিয়ার হাতে। সম্প্রতি জাপান উপকূলে প্রশান্ত মহাসাগরে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিমের দেশ। সেগুলির উড়ানের প্রকৃতি থেকে প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করেই এই তথ্য উঠে এসেছে বলে জাপানের প্রতিরক্ষা দফতর জানিয়েছে।