২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৩২:৩৬ অপরাহ্ন


মহিলাকে কুপ্রস্তাব! সাসপেন্ড থানার এসআই
তমাল দাস :
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২২
মহিলাকে কুপ্রস্তাব! সাসপেন্ড থানার এসআই মহিলাকে কুপ্রস্তাব! সাসপেন্ড থানার এসআই


এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড হয়েছেন হরিদেবপুর থানার এসআই। জানা গেছে, গার্হস্থ্য হিংসার শিকার হয়ে ওই মহিলা সাহায্য চাইতে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। তখনই তাঁকে সাহায্য করার বদলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে আইনুল হক নামের ওই অফিসারের বিরুদ্ধে।

সূত্রের খবর, হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা ওই মহিলা থানায় গিয়েছিলেন গাহর্স্থ্য হিংসার অভিযোগ জানাতে। তখন বিষয়টি নিয়ে হরিদেবপুর থানার এসআই ওই মহিলার সঙ্গে কথা বলেন। এরপর ওই পুলিশ অফিসার মহিলার থেকে তাঁর বাড়ির ঠিকানা, ফোন নম্বর সমস্ত কিছু নিয়ে রেখেছিলেন।

সোমবার হঠাৎই থানায় কিছু না জানিয়ে অভিযুক্ত পুলিশ অফিসার সোজা চলে যান ওই মহিলার বাড়িতে। সেখানেই তাঁকে আইনি সাহায্যের পরিবর্তে কুপ্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে বাড়ি থেকেই ওই মহিলা ১০০ নম্বরে ডায়াল করে লালবাজারে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ।

মঙ্গলবার প্রাথমিক তদন্তের পর হরিদেবপুর থানার ওই এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এরপরই ডিসির নির্দেশে তাঁকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি লালবাজার সূত্রে খবর, শীঘ্রই অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু হবে। কলকাতা পুলিশই এই তদন্তভার নিচ্ছে। যতদিন না তদন্ত শেষ হবে, ততদিন সাসপেন্ড থাকবেন তিনি।