১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৪:১৬:০২ অপরাহ্ন


শীতকালীন অলিম্পিক্সে করোনার ঢেউ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২২
শীতকালীন অলিম্পিক্সে করোনার ঢেউ ফাইল ফটো


চিনের রাজধানী বেজিং শীতকালীন অলিম্পিক্সে করোনার ঢেউ অব্যাহত। গেমসের ৩২ জন অ্যাথলিটের করোনা রিপোর্ট একসঙ্গে পজেটিভ হল। কোভিড আক্রান্ত অ্যাথলিটদের আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের বেশিরভাগরই মৃদু উপসর্গ আছে।

একের পর এক অ্যাথলিট গেমসের মাঝে করোনা আক্রান্ত হওয়া অনিশ্চয়তার মধ্যেই চলছে খেলা। এখনও পর্যন্ত শীতকালীন অলিম্পিকে খেলতে এসে বায়ো বাবলে থাকা ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খেলোয়াড়, কর্মকর্তারা ছাড়াও সাংবাদিকরাও বায়ো বাবলে আছেন।

চিনের বাইরে থেকে মোট ১২ হাজার ৮০০ জন শীতকালীন অলিম্পিক্সের কারণে বেজিংয়ে এসেছেন। ২০২০ সালে টোকিওতে করোনার কারণে গ্রীষ্মকালীন অলিম্পিক্স এক বছর পিছিয়ে গেলেও, করোনার ঝুঁকি নিয়েই এবার চিনে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক্স। গেমস শুরুর আগেই থেকেই করোনার দাপট শুরু হয়েছে গেমসে। তবু সব ইভেন্ট এখনও পর্যন্ত সূচি মেনেই চলছে।

গেমস ভিলেজে নোংরা ঘর, অখাদ্য খাবার, উপযুক্ত ট্রেনিংয়ের অভাবের কথা বারবার ওঠায় বেজিং শীতকালীন অলিম্পিকের আয়োজকরা কাঠগড়ায় উঠেছেন। ভারতের মাত্র একজন অ্যাথলিট এবারের বেজিং শীতকালীন গেমসে খেলছেন। দশর্কশূন্য স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এবারের বেজিং শীতকালীন অলিম্পিক গেমস। ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্সের ১৪ পর চিনের রাজধানীতে ফের বসেছে অলিম্পিক্সের আসর। চমকপ্রদভাবে চিন এবার দেশের মাটিতে আয়োজিত শীতকালীন গেমসে ভাল ফল করছে। পদক তালিকায় এখনও ড্রাগনের দেশ শীর্ষে আছে। সাধারণত নরওয়ে, কানাডা, সুইডেনের মত দেশরা শীতকালীন অলিম্পিকে দাপট দেখায়।

রাজশাহীর সময় /এএইচ