২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:২০:৫২ অপরাহ্ন


দাজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২২
দাজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া ফাইল ফটো


কেয়ামতের আগের সবচেয়ে ভয়ংকর ফেতনার নাম দাজ্জাল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তাঁর উম্মাতকে এ ফেতনা থেকে নিরাপদ থাকতে দোয়া শিখিয়েছেন। দাজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া কী?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে কোরআন মাজিদের সুরা শেখাতেন ঠিক তেমনিভাবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য এ দোয়াটিও শেখাতেন। তাহলো-

اَللَّهُمَّ اِنِّي اَعُوْذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْح الدَّجَّال

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আ’উজুবিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে অভিশপ্ত দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই।’ (বুখারি ১৩৭৭)

এ দোয়াটি নামাজের শেষ তাশাহহুদেও পড়তে বলেছেন নবিজি। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন শেষ (রাকাতের) তাশাহহুদ পড়া শেষ করে, তখন সে যেন ৪টি বিষয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়; (বিষয় ৪টি হলো)-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ

১. কবরের শাস্তি;

২. জাহান্নামের শাস্তি;

৩. জীবন ও মৃত্যুর পরীক্ষা এবং

৪. (ভণ্ড) ত্রাণকর্তা দাজ্জালের অনিষ্টতা থেকে।’ (মুসলিম ৫৮৮, আবু দাউদ)

আল্লাহ তাআলা সবাইকে দাজ্জালের ফেতনা এবং অনিষ্টতাসহ কবরের আজাব, জাহান্নামের শাস্তি ও জীবন-মরণের পরীক্ষা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।