১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:১৯:২৪ পূর্বাহ্ন


জয়পুরহাটে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ১
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
জয়পুরহাটে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ১ জয়পুরহাটে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ১


জয়পুরহাটের ক্ষেতলালে হানিফ পরিবহনের বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কের ক্ষেতলাল উপজেলার শালবন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

পিকআপের নিহত চালকের নাম মাসুদ রানা (৩৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। আর গুরুতর আহত মনোরঞ্জন (৩৮) একই উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হানিফ গাড়ির কোনো যাত্রী হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াশাছন্ন শনিবার সকালে হিলি থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। একই পথে মোকামতলায় মাছ বিক্রি করে একটি পিকআপ জয়পুরহাটের উদ্দেশে রওনা দেয়। পথে শালবন এলাকায় হানিফ পরিবহনের বাসটির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক মাসুদ রানা মারা যান। পিকআপ ভ্যানের সহকারী মনোরঞ্জন গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতের উদ্ধার করেন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শওকত আলী জোদ্দার বলেন, ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপের সহকারীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, ময়নাতদন্ত শেষে পিকআপ চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহীর সময় /এএইচ