১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:৩২:৩৫ পূর্বাহ্ন


মাটি কাটা নিয়ে বিরোধে ভাসুরকে হত্যার অভিযোগ, গৃহবধূ আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
মাটি কাটা নিয়ে বিরোধে ভাসুরকে হত্যার অভিযোগ, গৃহবধূ আটক ফাইল ফটো


বগুড়ার কাহালুতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমের মারধরে আবদুল গফুর (৬৮) নামে ভাসুরের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভুগোইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্বজনরা গৃহবধূ জোসনা বেগমকে (৪৮) আটক করে পুলিশে দেন। কাহালু থানার ওসি আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ ও স্বজনরা জানান, পাইকড় ইউনিয়নের পলি ভুগোইল মধ্যপাড়া গ্রামের সহোদর চাঁন মিয়া ও আবদুল গফুরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুরের দিকে চাঁন মিয়ার স্ত্রী জোসনা বেগম বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন। খবর পেয়ে ভাসুর আবদুল গফুর সেখানে গিয়ে মাটি কাটতে নিষেধ করেন। এ সময় দু’জনের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে জোসনা ক্ষিপ্ত হয়ে ভাসুর গফুরকে মারধর (কিলঘুষি) করেন। 

এতে আবদুল গফুর মাটিতে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই স্বজন ও প্রতিবেশীরা জোসনাকে আটক করে রাখেন। খবর পেয়ে কাহালু থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসেন। গফুরের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, হত্যার অভিযোগ উঠায় গৃহবধূ জোসনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।