২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৮:৪১:০৩ অপরাহ্ন


দুস্থ ও অসহায় ছদ্মবেশী ৪ প্রতারক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২২
দুস্থ ও অসহায় ছদ্মবেশী ৪ প্রতারক গ্রেপ্তার দুস্থ ও অসহায় ছদ্মবেশী ৪ প্রতারক গ্রেপ্তার


বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নিয়মিতভাবে দুঃস্থ ও আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। বর্তমান পুনাক সভানেত্রী দায়িত্ব গ্রহণ করার পর থেকে সারাদেশে সমাজসেবার কাজ জোরদার করা হয় যা গণমাধ্যম গুলোতে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

সম্প্রতি একজন অসুস্থ শিশুর সাহায্য সংক্রান্ত একটি ফেসবুক পোষ্ট পুনাক সভানেত্রীর নজরে আসলে তিনি সেই শিশুটির পিতাকে চিকিৎসাপত্রসহ সাহায্য গ্রহণ করার জন্যে আহ্বান করেন। কিন্তু সাহায্যপ্রার্থী হাজির না হয়ে নানা তাল বাহানা করে। পরবর্তিতে একই ছবি দিয়ে আরেকটি পোস্ট দেখলে পুনাক কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে সন্দেহ হয় এবং তারা সিটিটিসির কাছে বিষয়টি অনুসন্ধান করার অনুরোধ করে।

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিষয়টি অনুসন্ধান করে জানতে পারে যে, একদল প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ইন্টারনেট থেকে দেশ বিদেশের বিভিন্ন অসুস্থ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি ‘Md Jewell Rana (www.facebook.com/nillakasher.rajkumer)’ হতে ফেসবুক গ্রুপ ‘নক্সে বন্দী হাসানুর রহমান হোসাইন সাইবার টিম (www.facebook.com/groups/303489874682063)’ এ অজ্ঞাত অসুস্থ একটি শিশুর ছবি যুক্ত করে পোস্ট করেন এবং বৈদ্যুতিক প্রকৌশলী বিশ্বাস (www.facebook.com/ 100070698429110) নামক অপর একটি ফেসবুক ফেক আইডি হতে ‘আমরা বৃহত্তর পুরান ঢাকাবাসী (www.facebook.com/groups/698756800935587)’ নামক ফেসবুক গ্রুপসহ প্রায় ২৭ টি আইডি থেকে আরও বিভিন্ন ফেসবুক গ্রুপে মিথ্যা সাহায্যের আবেদন করে মানুষের আবেগের সাথে প্রতারণা করে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ প্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করে এবং এসি ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম গত রোববার রংপুর থেকে মোঃ রেজাউল ইসলাম (৪০), মোঃ হাফিজুল ইসলাম (২৪), মোঃ মেহেদী হাসান আকাশ (১৯) এবং সোমবার রাত ১০ টায় মিরপুর থেকে মোঃ তানভীর আহাম্মেদকে (৩০)কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২৭ টি ফেসবুক আইডি, ১০ টি মোবাইল, মোবাইল ব্যাংকিং একাউন্টসহ ১৫টি সিম কার্ড ও প্রতারণালব্ধ নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, অভিযোগ পাবার বিষয়টি তদন্ত করে প্রতারকদের আমরা রংপুর ও মিরপুর থেকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মঙ্গলবার মামলা করা হয়েছে (মামলা নং ৮)। আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীর সময় / এম জি