১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:১৪:০২ পূর্বাহ্ন


বান্দরবানে আফিমসহ ইউপি সদস্য আটক
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
বান্দরবানে আফিমসহ ইউপি সদস্য আটক বান্দরবানে আফিমসহ ইউপি সদস্য আটক


বান্দরবানে আফিমসহ রেমাক্রি ইউপি সদস্য জন ত্রিপুরাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (৪ নভেম্বর) রাতে থানচি উপজেলার রেস্ট হাউজ সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

জন ত্রিপুরা রেমাক্রি ইউনিয়নের কালুপাড়া ১নং ওয়ার্ডের মৃত সাধুরাম ত্রিপুরার ছেলে এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জন ত্রিপুরা নিষিদ্ধ আফিমের ব্যবসা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন-২ এর একটি দল থানচি রেস্ট হাউজ সংলগ্ন ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। 

এ সময় বিক্রির উদ্দেশে রাখা দেড় কেজি নিষিদ্ধ আফিমসহ জন ত্রিপুরাকে আটক করা হয়।

অপারেশন এপিবিএন-২ বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান বলেন, দেড় কেজি আফিমসহ এক ইউপি সদস্যকে আটক করেছি। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হবে।