২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:২৮:৩৭ পূর্বাহ্ন


নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফাইল ফটো


নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৫ নভেম্বর) নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতে টেবিলের শীর্ষ স্থানটা পাকা করতে চায় গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

তিন দেশের অংশগ্রহণে হচ্ছে এবারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের ১৫ না পেরোনো মেয়েরা। নেপালের বিপক্ষে ম্যাচে বোঝা যাবে মেয়েদের শক্তিমত্তা। কেননা ভুটানের বিপক্ষে নেপালও জিতেছে ৭-০ গোলের বড় ব্যবধানে। 

এই ম্যাচে যারা জয় পাবে তারাই সাফ শিরোপা জয়ে এগিয়ে থাকবে। তাই অনুশীলনে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। অতীত ইতিহাস মেয়েদের পক্ষেই কথা বলছে। বয়সভিত্তিক সাফ নারী ফুটবল আসরে বরাবরই নেপালকে হারিয়েছে বাংলার মেয়েরা। ঘরের মাটিতে এবারও জয় উপহার দিতে চায় রুমা-অর্পিতারা।

এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলার অর্পিতা বলেন, 'অনেক কঠিন একটা লড়াই হবে মনে হচ্ছে আমার কাছে। তবে নেপান যেমন কঠোর পরিশ্রম করেছে, আমরাও অনেক পরিশ্রম করিছে। ফলে আমার মনে হয় ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে।'