১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৩১:১২ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীর সব সাইনবোর্ড ৭ দিনের মধ্যে বাংলায় লেখার নির্দেশ
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২২
রাজশাহী মহানগরীর সব সাইনবোর্ড ৭ দিনের মধ্যে বাংলায় লেখার নির্দেশ ফাইল ফটো


রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায় সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলায় প্রতিষ্ঠানের নাম লেখার জন্য সময় বেঁধে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ।

তিনি বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সবধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘গতকাল (রোববার) রাসিকের রাজস্ব বিভাগের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে প্রতিষ্ঠানগুলোতে চিঠি পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’

আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ বলেন, ‘এর আগে বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সে নির্দেশনা এত দিনেও বাস্তবায়িত হয়নি। এখন থেকে কোনো প্রতিষ্ঠান তার সাইনবোর্ড ইংরেজিতে লিখলেও তার পাশে বাংলায় লিখতে হবে। রাজস্ব বিভাগের কর্মীরা সোমবার একই ধরনের চিঠি নিয়ে রাস্তায় বের হয়েছেন। সড়কের পাশে ইংরেজিতে লেখা যেসব সাইনবোর্ড চোখে পড়ছে সেসব প্রতিষ্ঠানে গিয়ে চিঠিতে প্রতিষ্ঠানের নাম লিখে সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে।’

বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইংরেজি নামের বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় কিংবা বিদেশি প্রতিষ্ঠানগুলো সাইনবোর্ডে ইংরেজি রাখতে পারবে। তবে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লিখতে হবে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের ৭ দিন সময় দেওয়া হবে সাইনবোর্ডে বাংলা লেখার জন্য।’

রাজশাহীর সময় /এএইচ