২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪২:০১ অপরাহ্ন


পিএসজির বড় জয়
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২২
পিএসজির বড় জয় ফাইল ফটো


গত গ্রীষ্মে পিএসজিতে আসার পর থেকেই গোলক্ষরায় ভুগছেন লিওনেল মেসি। বিশেষ করে লিগ ওয়ানে তার গোলসংখ্যা এতদিন মাত্র একটি ছিল। সেই সংখ্যাটা এখন বাড়িয়েছেন তিনি। রবিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাতে লিলের বিপক্ষে গোল পেয়েছেন মেসি। পিএসজিও ৫-১ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে।

২০২০ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটাই আর্জেন্টাইন অধিনায়কের প্রথম গোল। আর ম্যাচ খেলেছেন এ নিয়ে তিনটা। চোট ও করোনা থেকে সুস্থ হয়ে মাঠে ফেরেন রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেদিন বদলি নেমে খেলেছিলেন মাত্র ২৭ মিনিট। তবে কোনো গোল পাননি।

এর সপ্তাহখানেক পর ফরাসি কাপে নিসের বিপক্ষে পুরো সময় খেলেন। এদিনও তার পায়ে কোনো গোল নেই এবং করাতেও পারেননি। পিএসজিও টাইব্রেকারে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নেয়। তাই রবিবার রাতের ম্যাচটি পিএসজির জন্য বাড়তি প্রেরণা ছিল। বড় জয়ে কিছুটা হলেও যে দুঃখ ভোলানো গেছে।

পিএসজির হয়ে বাকি গোলগুলো করেছেন দানিলো দুটি, কিলিয়ান এমবাপ্পে একটি ও অন্যটি করেন কিমপেম্বে। এই জয়ে ২৩ ম্যাচে পিএসজির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৫৬। দুইয়ে থাকা মার্শেইর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৩।

রাজশাহীর সময় /এইচ