২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৫১:০৩ পূর্বাহ্ন


বাগাতিপাড়ায় শিক্ষক দিবস পালিত
মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
বাগাতিপাড়ায় শিক্ষক দিবস পালিত বাগাতিপাড়ায় শিক্ষক দিবস পালিত


"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু" এই প্রতিপাদ্যে নাটোরের  বাগাতিপাড়ায় শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হয়।

দিবসটি পালন উপলক্ষে ওই দিন সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে শেষ হয়। পরে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইউএনও সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।

আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলী মণ্ডল। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, সহসভাপতি আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি প্রমুখ। শেষে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।