২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৩১:১৭ অপরাহ্ন


আল্লাহর ভয়ে কান্না করলে যা হয়
ধর্ম ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২২
আল্লাহর ভয়ে কান্না করলে যা হয় ফাইল ফটো


আল্লাহর ভয়ে কান্না করা মুমিনের একটি বিশেষ গুণ এবং একনিষ্ঠতার বড় প্রমাণ। আল্লাহর ভয় ঈমানের অপরিহার্য উপাদান। কেননা আশা ও ভয়ের মধ্যে ঈমান নিহিত। নবিগণের বৈশিষ্ট্যের ব্যাপারে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন-

ؕاِنَّهُمۡ کَانُوۡا یُسٰرِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ وَ یَدۡعُوۡنَنَا رَغَبًا وَّ رَهَبًا ؕوَ کَانُوۡا لَنَا خٰشِعِیۡنَ

‘তারা সৎকাজে প্রতিযোগিতা করতো। আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকতো। আর তারা ছিল আমার কাছে বিনয়ী।’ (সুরা আম্বিয়া : আয়াত ৯০)

জীবনের সব ক্ষেত্রেই শুধু আল্লাহকেই ভয় করতে হবে অন্যদের নয়। আল্লাহ তাআলা বলেন-

فَلَا تَخۡشَوُا النَّاسَ وَ اخۡشَوۡنِ

‘সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় কর।’ (সুরা মায়েদা : আয়াত ৪৪)


আল্লাহর আজাবের ভয়ে ফেরেশতাদের ঈমান আনা সম্পর্কে আল্লাহ বলেন-

یَخَافُوۡنَ رَبَّهُمۡ مِّنۡ فَوۡقِهِمۡ وَ یَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ

‘তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে আর তারা তা-ই করে যা তাদের আদেশ দেয়া হয়।’ (সুরা নাহল : আয়াত ৫০)


আল্লাহ তাআলা আরও বলেন-

اِنَّمَا یَخۡشَی اللّٰهَ مِنۡ عِبَادِهِ الۡعُلَمٰٓؤُا

‘আল্লাহর বান্দাহদের মধ্যে তারাই তাঁকে ভয় করে যারা জ্ঞানী।’ (সুরা ফাতির : আয়াত ২৮)


আল্লাহর ভয় বান্দার অন্তরকে বিগলিত করে। আর বান্দার অন্তর বিগলিত হলে আল্লাহর ভয়ে চোখের পানি প্রবাহিত হয়। কেননা আল্লাহ তাআলা মানুষ ও তার অন্তরের মাঝে আড়াল হয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন-

وَ اعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ یَحُوۡلُ بَیۡنَ الۡمَرۡءِ وَ قَلۡبِهٖ وَ اَنَّهٗۤ اِلَیۡهِ تُحۡشَرُوۡنَ

‘আর জেনে রেখ যে আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে প্রতিবন্ধক হয়ে যান আর তোমাদেরকে তাঁর কাছেই একত্রিত করা হবে।’ (সুরা আনফাল : আয়াত ২৪)


সুতরাং আল্লাহকে ভয় করা খুবই জরুরি। আল্লাহর ভয়ে প্রকাশ্য ও গোপনে কান্নার মাধ্যমে নিজেদের সব পাপ-পঙ্কিলতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের পুতঃপবিত্র ও সৌন্দর্যমণ্ডিত করতে পারি।

আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি তাঁকে ভয় করার তাওফিক দান করুন। আল্লাহর ভয়ের মাধ্যমে পরকালের কামিয়াবি অর্জন করার তাওফিক দান করুন। আমিন।