২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:১৮:২৫ অপরাহ্ন


ভারতে ফের ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২২
ভারতে ফের ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার ভারতে ফের ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার


ফের দুর্ঘটনার কবলে পড়ল সেনা হেলিকপ্টার । শুক্রবার সকালে অরুণাচলপ্রদেশে ভেঙে পড়ল ওই হেলিকপ্টারটি। শুরু হয়েছে উদ্ধারকাজ। যদিও এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

দিন দু’য়েক আগেই কেদারনাথে পুণ্যার্থী বোঝাই একটি হেলিকপ্টার ভেঙে পড়ে মারা যান ৬ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেনা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা সামনে এল। সংবাদমাধ্যম সূত্রের খবর, অরুণাচলের আপার সিয়াংয়ের মিগিং গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

সেনা সূত্রে খবর, যে কপ্টারটি ভেঙে পড়েছে সেটি ছিল অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। তবে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। যাওয়ার পথঘাট নেই।

জানা গেছে, রুটিন মহড়া চালানোর সময়ই এই দুর্ঘটনা ঘটে। গত ৫ অক্টোবর এই অরুণাচলেই ভেঙে পড়েছিল সেনার একটি কপ্টার। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক পাইলট। তবে আজকের দুর্ঘটনায় হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। উদ্ধারকারী দল সেখানে পৌঁছনর পরই বিষয়টি স্পষ্ট হবে।