নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউপিতে বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক ব্যাধি সংক্রান্ত বিষয়ে সচেতনতার জন্য নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২০ অক্টোবর) দুপুরে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে বাল্যবিয়ে, যৌতুক, মানব পাচার, ইভটিজিং, যৌন হয়রানি, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।
এসময় বৈঠকে অংশগ্রহনকারী নারীরা তাদের সন্তানদের বাল্য বিয়ে না দেওয়ার বিষয়ে প্রতিশ্রুত হন। উঠান বৈঠকে চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠুর সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার।
আলোচনা শেষে বিশেষ সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়।