২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০২:৪৭:৪৭ অপরাহ্ন


রুয়েটে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মাবার্ষিকী পালন
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২২
রুয়েটে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মাবার্ষিকী পালন শেখ রাসেলের উপলক্ষে বৃক্ষরোপন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) -এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে রুয়েটে নানান কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল সাড়ে ১০টায় রুয়েট প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। 

এসময় অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন । 

এরপর বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেল সহ ‘৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মো. নাজমুল আলম।