২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৫৪:০২ অপরাহ্ন


বাংলাদেশে প্রবেশকালে এক লাখ পিস ইয়াবা জব্দ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২২
বাংলাদেশে প্রবেশকালে এক লাখ পিস ইয়াবা জব্দ বাংলাদেশে প্রবেশকালে এক লাখ পিস ইয়াবা জব্দ


মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশকালে এক লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে র‌্যাব-১৫-এর আভিযানিক দল।

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে এ বিশাল চালানটি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা দুজনকে আটক করা হয়। এসময় ৭ পিস বিদেশি বিয়ারও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন: মহেশখালী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মো. হাসান (৪৫)।

র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, ১০ দিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে দেশে ঢুকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। শনিবার সকালে শাহপরীর দ্বীপসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে একটি ট্রলারের গতিবিধি সন্দেহ জনক হলে তাকে সিগন্যাল দেয়া হয়। সিগন্যাল পেয়ে ট্রলারটি না থেমে পালাতে চাইলে ধাওয়া দিয়ে ধরা হয়। পরো ট্রলার তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার পুটলি আবিষ্কার করি। পরে গুনে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাজশাহীর সময় /এএইচ