১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:২১:২০ পূর্বাহ্ন


মাস্টাররোল কর্মচারীদের ধর্মঘটে নাটোরে ট্রেন চলাচল বিঘ্নিত
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২২
মাস্টাররোল কর্মচারীদের ধর্মঘটে নাটোরে ট্রেন চলাচল বিঘ্নিত মাস্টাররোল কর্মচারীদের ধর্মঘটে নাটোরে ট্রেন চলাচল বিঘ্নিত


রেলওয়ের পয়েন্টসম্যান ও পোটারদের ধর্মঘটের কারণে নাটোরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। যার কারণে সিগনাল না পেয়ে স্টেশনে দেড় ঘণ্টা আটকে ছিল রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন।

রোববার (১৬ অক্টোবর) সকাল ৭টা ৫২ মিনিটে স্টেশনের আউটারে আটকা পড়ে ট্রেনটি। পরে লিখিত অনুমতি পেয়ে এটি ৯টা ২২ মিনিটে নাটোর স্টেশনে প্রবেশ করে এবং চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়।

পয়েন্টসম্যান আমিনুল ইসলাম জানান, রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত প্রায় ৫শ পয়েন্টসম্যান ও প্রায় ৩শ পোটার তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে সিগন্যাল সমস্যা তৈরি হয়।

নাটোর স্টেশনের সহকারী মাস্টার কামরুন্নাহার জানান, যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাগজে লিখিত অনুমতি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এভাবে প্রতিটি ট্রেনই লিখিত অনুমতি নিয়ে চলাচল করবে।

তিনি আরও জানান, নাটোর স্টেশনে ৩টি লাইন থাকলেও এখন একটি লাইন স্বাভাবিক রয়েছে। আর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।