২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৩৬:৪৮ পূর্বাহ্ন


সাব্বির-সাইফউদ্দিনকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২২
সাব্বির-সাইফউদ্দিনকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফাইল ফটো


সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের স্কোয়াডে তাদের স্থলাভিষিক্ত হয়েছেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।

আইসিসির বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে দিতে হতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। তার একদিন আগেই শুক্রবার (১৪ অক্টোবর) নিজেদের চূড়ান্ত দল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠাল বিসিবি।

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই- মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।