২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৫:০৯:৪৭ পূর্বাহ্ন


মহিলারা এবার পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন, সৌদি সরকার
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২২
মহিলারা এবার পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন, সৌদি সরকার মহিলারা এবার পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন, সৌদি সরকার


হজ (Hajj) নিয়ে বড় সিদ্বান্ত ঘোষণা করল সৌদি আরব সরকার। তারা জানিয়েছে, এ বছর থেকে মহিলারা চাইলে একা হজে যেতে পারবেন। পুরুষ সঙ্গী থাকা আর বাধ্যতামূলক নয়।

সৌদি আরব সরকার বলেছে হজ বা ওমরাহ পালনকারী মহিলাদের জন্য মাহরাম বা পুরুষ সঙ্গী থাকার শর্ত বাতিল করা হল। এখন যে কোনো নারী মাহরাম (পুরুষ সঙ্গী) ছাড়াই হজ বা উমরাহ করতে সৌদি আরবে যেতে পারবেন।

সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এই ঘোষণা করেছেন।

ভারত সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ৮০ হাজার ভারতীয় মুসলমান হজ করতে সৌদি আরবে যাবেন। তাদের ৫০ শতাংশ নারী। করোনার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে দু’লাখ ভারতীয় মুসলিম হজে গিয়েছিলেন।

মহিলাদের হজে যাওয়া নিয়ে সৌদি সরকারের সিদ্ধান্তকে গোটা বিশ্ব সাধুবাদ জানিয়েছে। কারণ, পুরুষ সঙ্গী সঙ্গে থাকা বাধ্যতামূলক থাকায় অনেক মহিলার হজে যাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যেত।

সৌদি সরকার জানিয়েছে, মহিলাদের নিরাপত্তার কারণেই এতকাল পুরুষ সঙ্গী ছাড়া হজে যাওয়ার অনুমতি দেওয়া হত না মহিলাদের। এবার সিসি ক্যামেরার নজর ছাড়াও নিরাপত্তা, সুরক্ষার বিবিধ ব্যবস্থা করা হয়েছে।