২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন


ডেঙ্গুতে মৃত্যুর সব রেকর্ড ছাড়াল কক্সবাজার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
ডেঙ্গুতে মৃত্যুর সব রেকর্ড ছাড়াল কক্সবাজার ফাইল ফটো


বর্ষা পেরিয়ে শরতের শেষেও চোখ রাঙানি বন্ধ হয়নি ডেঙ্গুর। রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও কক্সবাজার পৌর শহরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি বছর সেই সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ৩২ জনের, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন ৩৯ জন। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছেন ৩১৩ জন। গত মাসেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ১ হাজার ৬৫৪ জন। এতে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে।

জেলায় গেল ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। যার মধ্যে রোহিঙ্গা রয়েছে ২৬ জন্য।

হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের অভিযোগ, এডিস মশা নিয়ন্ত্রণে নেই তেমন কোনো পদক্ষেপ নেই। এতে অতিষ্ঠ শহরবাসী।

এদিকে আতঙ্কিত না হয়ে সন্দেহ হলেই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আশিকুর রহমান।

অপরদিকে সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দেয়া হচ্ছে।

চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৩ জন।