১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:০৩:১৫ পূর্বাহ্ন


রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২২
রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করে। 

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কর্মসূচীর মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, বিকাল সাড়ে ৪টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়, বিকাল ৫টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ র‌্যালীর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫টায় দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন।

আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন সহ-সভাপতি এস.এম আব্দুল হান্নান, আব্দুস সালাম, আসাদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক মুজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুল্লাহ, তৌফিক এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম সাগর, সাইদুল ইসলাম, রাজু, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগ এর সভাপতি মেসবাউল হক ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সোনালী ব্যাংক এমúøয়ীজ ইউনিয়ন বি-২০২ এর সভাপতি সালাউদ্দিন, রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ এর সভাপতি মোঃ আশরাফ আলী, বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি সৈয়দ রেজায় করিম বুলবুল, গ্যাস, চুলা সার্ভিস শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের আহ্বায়ক জার্জিস হোসেন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম ইসলাম, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি হাসিবুল ইসলাম রজন, সাধারণ সম্পাদক সাহেব আলী, ডাক বিভাগ রাজশাহী কর্মচারী ইউনিয়নের সভাপতি নিয়ামত হোসেন রনি, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, রাকাব সিবিএ সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বি, বাংলাদেশ গণপুর্ত অধিদপ্তর কর্মচারী ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন প্রমুখ।