২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৯:২২:৩১ পূর্বাহ্ন


পুত্রবধূকে হত্যার দায়ে করলো শ্বশুর !
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২২
পুত্রবধূকে হত্যার দায়ে  করলো শ্বশুর ! পুত্রবধূকে হত্যার দায়ে করলো শ্বশুর !


পুত্রবধূকে হত্যার দায়ে আমেরিকার ক্যালিফর্নিয়ায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধ৷ ৭৪ বছর বয়সি ইন্দোআমেরিকান ওই বৃদ্ধের নাম শীতল সিং দোসাঞ্জ৷ অভিযোগ, পার্কিং লটে লাগাতার গুলি করে তিনি খুন করেন তাঁর পুত্রবধূ গুরপ্রীত কৌর দোসাঞ্জকে৷ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুরপ্রীত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তাঁর সেই সিদ্ধান্ত মানতে পারেননি বৃদ্ধ শ্বশুর৷ আক্রোশ মেটাতেই তিনি গুরপ্রীতকে হত্যা করেছেন বলে অনুমান তদন্তকারীদের৷

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ সাউথ সান হোসের ওয়ালমার্টের পার্কিং লটে চাকরি করতেন গুরপ্রীত৷ সেখানেই তাঁর উপর গুলিবৃষ্টি করেন অভিযুক্ত শীতল৷ ধৃত শীতলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে গুরপ্রীত তাঁর কাকাকে ফোন করে বলেছিলেন আশঙ্কার কথা৷ জানিয়েছিলেন শ্বশুর শীতল তাঁকে খুঁজছেন৷ প্রাণভয়ে আতঙ্কিত গুরপ্রীত এও জানাতে পেরেছিলেন যে ১৫০ মাইল পথ পেরিয়ে পার্কিং লটে পৌঁছেছিলেন শীতল৷

নিহত গুরপ্রীতের কাকা জানিয়েছেন তাঁর ভাইঝির ফোন কল কেটে যাওয়ার আগের মুহূর্তে তিনি শুনেছিলেন ভয়ার্ত কণ্ঠে গুরপ্রীত বলছেন যে শীতল তাঁর গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন৷ সে সময় কাজের মাঝে একটু বিরতি নিচ্ছিলেন তরুণী গুরপ্রীত৷ এর পর পরই ফোনকল বিচ্ছিন্ন হয়ে যায়৷ আর কিছুই শুনতে পাননি গুরপ্রীতের কাকা৷ এর পাঁচ ঘণ্টা পর গুরপ্রীতের এক সহকর্মী তাঁর নিথর দেহ দেখতে পান পার্কিংলটে গাড়ির মধ্যে৷ চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি গুরপ্রীতকে মৃত বলে ঘোষণা করেন৷

নিহত গুরপ্রীত থাকতেন সান হোসে এলাকায়৷ অভিযুক্ত শীতল তাঁর ছেলের সঙ্গে থাকতেন ফ্রেস্নো অঞ্চলে৷ হত্যাকাণ্ডের পরের দিন ফ্রেস্নোয় তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয় বৃদ্ধকে৷ তাঁর বাড়িতে তল্লাশি করে খুনের অস্ত্র পিস্তলটিও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ৷