২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০১:১৭:৩৫ অপরাহ্ন


জুমার দিনে বিশেষ কিছু আমল
ধর্ম ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২২
জুমার দিনে বিশেষ কিছু আমল ফাইল ফটো


জুমার দিন বেশ কিছু আমল আছে। দিনভর এসব আমলে দিনটি অতিবাহিত করে মুমিন মুসলমান। ধারাবাহিক এ আমলগুলো পালনে রয়েছে গুরুত্ব ফজিলত ও প্রতিদান। আমলগুলো কী?

১. জুমার দিন ফজরের নামাজে সুরা আলিফ-লাম-মিম তানযিল এবং সুরা দাহর তেলাওয়াত করা।

২. নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা।

৩. গোসল করা।

৪. মিসওয়াক করা।

৫. সুগন্ধি ব্যবহার করা।

৬. আগেভাগে মসজিদে গমন করা।

৭. মসজিদে বসে ইমাম সাহেব খুতবা শোনার জন্য অপেক্ষা করা, এ সময়ে নামাজ, জিকির, তেলাওয়াতে মগ্ন থাকা।

৮. খুতবার সময় চুপ করে থাকা।

৯. জুমার নামাজ পড়া। (জোহর নয়)

১০. জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে, সুরা কাহফ তেলাওয়াত করা। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর পা থেকে আকাশ পর্যন্ত একটি ‘নূর’ জ্বলজ্বল করবে, যা কেয়ামতের দিন আলো দেবে। এবং তার দুই জুমার মধ্যবর্তী গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বায়হাকি : ৫৯৯৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন এ আমলে নিজেদের সময় অতিবাহিত করার তাওফিক দান করুন। আমিন।