২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:৪৪:৩৭ অপরাহ্ন


পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষ ,বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গাড়িচাপায় যুবক আহত
মোহনপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষ ,বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গাড়িচাপায় যুবক আহত আহত আবদুল মোতালেব। ফাইল ফটো


রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের পোস্টার সাঁটানো নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গাড়িচাপায় আবদুল মোতালেব (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। মোতালেব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানান, বুধবার (৫ অক্টোবর) মধ্যরাতে মোহনপুর উপজেলার ধুরাইল ইউনিয়নে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামানের কর্মী-সমর্থকরা পোস্টার লাগায়। এ সময় গ্রামপুলিশ ও স্থানীয় জনগণ রাতের বেলা পোস্টার লাগাতে নিষেধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গ্রামবাসীর ওপর চড়াও হন আক্তারুজ্জামানের কর্মী-সমর্থকরা।

এ খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা একত্রিত হলে কর্মী-সমর্থকরা তিনটি মাইক্রোবাসে দ্রুত এলাকা ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় তাদের একটি মাইক্রোবাস মোতালেবকে চাপা দেয়। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী দুটি মাইক্রোবাস ভাঙচুর করে মাইক্রোর লোকজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোতে থাকা কর্মী-সমর্থকদের থানায় নিয়ে যান।

এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে চাই না। পরে আমরা লিখিতভাবে জানাব।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাইক্রোবাসে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।