১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:৫০:০০ অপরাহ্ন


পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের চমক
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের চমক ফাইল ফটো


অন্যতম ফেবারিট পাকিস্তানকে হারিয়ে আসরের প্রথম চমক থাইল্যান্ডের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পেয়েছে থাই মেয়েরা।

চলতি টুর্নামেন্টে এটিই তাদের প্রথম জয়। অন্যদিকে, প্রথম হারের মুখ দেখল পাকিস্তান। 

আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল থাইল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশ নাকাল হয়েছিল পাকিস্তানের মেয়েদের কাছে। এবার বিসমাহ মারুফদের হারিয়ে দিলো থাই মেয়েরা। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য থাইল্যান্ডের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল ৪টি উইকেট। ডিয়ানা বায়াগ ওভারের প্রথম বলটি দেন ওয়াইড, ফিরতি ডেলিভারিতে আসে এক রান। 

দ্বিতীয় বলে ফুলটস পেয়ে সীমানা ছাড়া করেন রোসেনান কানোহ। পরের দুই বলে তিনি নেন আরও তিন রান। ম্যাচ তখন টাই। পঞ্চম বলটি মিডউইকেটে স্লগ করেই এক রান সংগ্রহ। সেই সঙ্গে আসরের প্রথম জয়ের উল্লাসে মাতে থাইল্যান্ড।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১১৬ রানেই থেমে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। ওপেনার সিদরা আমিন ছাড়া কেউই তেমন রান পাননি। সিদরা আমিন খেলেন ৬৪ বলে ৫৬ রানের ইনিংস।