২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:৪৮:০৭ পূর্বাহ্ন


গ্রিসে অভিবাসী বহনকারী নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
গ্রিসে অভিবাসী বহনকারী নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু ফাইল ফটো


এজিয়ান সাগরের গ্রীক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে জানা গেছে। এতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ২০ জন।

গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।

সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২০ জন।

রয়টার্স বলছে, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই গ্রীক উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ এবং গ্রিসের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ওই এলাকায় প্রবল বাতাসের মধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে ছুটে আসে।

এদিকে অভিবাসীদের মধ্যে যারা তীরে পৌঁছেছেন তাদের খোঁজে লেসবসের বিস্তীর্ণ উপকূল বরাবর অনুসন্ধান চালানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকায় তিনজনকে আটকে পড়া অবস্থায় পাওয়া গেছে।

এর আগে বুধবার পৃথক নৌকাডুবির ঘটনায় গ্রীক কর্তৃপক্ষ ৩০ জন অভিবাসীকে উদ্ধার করে। মূলত দক্ষিণ গ্রিসের কিথিরা দ্বীপের কাছে ঝোড়ো আবহওয়ার কারণে অভিবাসীবহনকারী ওই নৌকাটি একটি পাথুরে এলাকায় আঘাত করার পরে ডুবে যায়।