২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:০৩:১৭ অপরাহ্ন


মীর ইকবালকে কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে ডাবলু সরকারের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২২
মীর ইকবালকে কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে ডাবলু সরকারের মতবিনিময় সভা মীর ইকবালকে কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে ডাবলু সরকারের মতবিনিময় সভা


আগামী (১৭ অক্টোবর) আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১টায় বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদে, দুপুর সাড়ে ১২টায় শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদে, দুপুর ২টায় নরদাস ইউনিয়ন পরিষদে, বিকাল ৩টায় সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদে, বিকাল ৪টায় গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদে, বিকাল সাড়ে ৫টায় আউচপাড়া ইউনিয়ন পরিষদে, সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বীপপুর ইউনিয়ন পরিষদে, রাত সাড়ে ৭টায় বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদে ও বিকাল ৪টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোনীত রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র চলমান উন্নয়ন কর্মসূচী এগিয়ে নিতে হবে। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মেয়রবৃন্দদের সাথে আলোচনা করে তাদের মতামতের সমন্বয় ঘটিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালিত করা হবে। আর এর মধ্যে দিয়েই জেলা পরিষদকে দায়িত্বশীল, সেবামূলক ও গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

বক্তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল দেশমাতৃকার স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে দেশ স্বাধীন করেছিলেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত সংগঠক, তিনি নির্বাচিত হলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সমুন্নত রেখে জেলা পরিষদের কার্যক্রমকে পরিচালনা করবেন। সেখানে আপনাদের সাথে নিয়ে সরকার কর্তৃক জেলা পরিষদের জন্য যে উন্নয়ন বরাদ্দ আসবে, তার সুষম বণ্টন করে জেলা পরিষদকে প্রকৃত অর্থেই জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। 

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের বিজয় লাভ করলে এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে রাজশাহীবাসীর, এই বিজয় হবে জননেত্রী শেখ হাসিনা’র।  

মতবিনিময় সভাগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান প্রাং, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, নরদাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শাফিকুল ইসলাম শাফি, দীপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিক, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক। 

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমযান আলী, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন প্রাং, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহীদুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আফছার আলী। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি আমানুল হাসান দুদু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. আসাদুজ্জামান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু প্রমুখ।