২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:৩৬:৪৪ পূর্বাহ্ন


উত্তরাখণ্ডে তুষারধসে আটকে ২১ পর্বতারোহী! উদ্ধারে সেনা
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২২
উত্তরাখণ্ডে তুষারধসে আটকে ২১ পর্বতারোহী! উদ্ধারে সেনা উত্তরাখণ্ডে তুষারধসে আটকে ২১ পর্বতারোহী! উদ্ধারে সেনা


পাহাড় বেয়ে উঠছিলেন পর্বতারোহীরা। পাহাড়ের নেশা তো প্রাণের ভয়কে তুচ্ছ করে দেয় অনায়াসেই। আরও উঁচুতে ওঠার নেশায় বুঁদ হয়ে ছিলেন। কিন্তু হঠাৎ ছন্দপতন। পর্বতারোহীদের মাথার উপরেই হুড়মুড়িয়ে শুরু হল তুষারধস ! উত্তরাখণ্ডে শুরু হল বিশাল তুষারধস। জানা যাচ্ছে, অন্তত ২৯ জন পর্বতারোহী আটকে গিয়েছেন। তাঁদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের এখনও কোনও হদিশ মেলেনি।

জানা গেছে, উত্তর কাশীর নেহেরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের একটি দল ডান্ডা-২ পর্বত শৃঙ্গে প্রশিক্ষণ নিচ্ছিলেন। এদিন সকাল ৯টা নাগাদ ঘটে বিপত্তি। হঠাৎই শুরু হয় তুষারধস। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে জানান, আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের কাজে জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা সহ অনেকে নেমেছে। যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করা হবে।

যা খবর, এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের সন্ধান চলছে। এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ। যত দ্রুত সকলকে উদ্ধার করা সম্ভব হবে ততই কম থাকবে মৃত্যুর আশঙ্কা।