২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:৩৫:১২ অপরাহ্ন


গাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২২
গাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ ফাইল ফটো


রাস্তায় সংস্কারের কাজ না করেই মোট ৮টি ভুয়া বিল বানিয়ে ৫০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ ওঠেছে গাজীপুরের বরমী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, সাতখামাইর চৌরাস্তা থেকে নওয়াব আলী জামে মসজিদ অভিমুখী রাস্তাটি এমনিতেই পিচঢালা পথ, নেই কোনো খানাখন্দ। তবুও সংস্কার ব্যয় ৬ লাখ টাকা। একই রাস্তার আরেক অংশে খরচের নামে উধাও আরও ৬ লাখ।

ওয়ান পারসন প্রকল্পের এ নথি বিশ্লেষণে দেখা যায়, পুরো ইউনিয়নের শুধু ৪ নম্বর ওয়ার্ডেই এসব রাস্তায় খরচের খাত দেখানো হয়েছে। যেখানে দুটি ইটের সোলিংয়ের কাজ না করেই ব্যয় ১১ লাখ টাকা। আবার খানাখন্দে বেহাল অবস্থায় পড়ে থাকা দুটি রাস্তার মাটি ভরাটের বিল তোলা হয়েছে ১২ লাখ টাকা।

অভিযুক্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে সংবাদ প্রকাশ না করতে প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন তিনি। পরে দুর্নীতির কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যেই কাজ করবেন বলেও আশ্বাস দেন।

চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার কথা জানান গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিয়ম অনুযায়ী এ প্রকল্পের আটটি সড়কের কোথাও প্রকল্প ফলকও খুঁজে পাওয়া যায়নি।