২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৪০:১৯ পূর্বাহ্ন


লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২২
লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম ফাইল ফটো


দেশে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা নির্ধারণ করেছে সরকার। যা পূর্বের দাম ছিল ১৯২ টাকা। এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮০ টাকা। যা পূর্বের দাম ছিল ৯৪৫ টাকা। ব্যবসায়ীদের সংগঠনটি জানায় নতুন দরে কাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন সোমবার (৩ অক্টোবর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়।

তবে তবে পাম তেলের দাম অপরিবর্তিত থাকছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে দুই লাখ টন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়; বাকি ১৮ লাখ টন আমদানি করা হয়।