২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪০:৫৬ পূর্বাহ্ন


হুনুমানজিউর আখড়া মন্দির কমিটির উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২২
হুনুমানজিউর আখড়া মন্দির কমিটির উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ হুনুমানজিউর আখড়া মন্দির কমিটির উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ


শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ন দেব বিগ্রহ (হুনুমানজিউর আখড়া) মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে সোমবার বিকাল ৫টায় ওই মন্দির প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পূর্ণিমা ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকার, জাতীয় পরিষদ সদস্য কার্ত্তিক চন্দ্র হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাধন কুমার সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির রতন কুমার মন্ডল, অনিমেষ মুকুট মনি, ববি ঘোষ, বিশ্বজিৎ সাহা, বিপ্লব সরকার, বিকাশ সাহা প্রমুখ।