উন্মুক্ত বিলে মাছ ধরতে জেলে নেতাকে চাঁদা দিতে অস্বীকৃতি, দুই গ্ৰুপের সংঘর্ষে আহত-৩


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 03-10-2022

উন্মুক্ত বিলে মাছ ধরতে জেলে নেতাকে চাঁদা দিতে অস্বীকৃতি, দুই গ্ৰুপের সংঘর্ষে আহত-৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলে ও বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় তার লোকজনের হামলায় ৩ জন জেলে আহত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সিঙ্গাবাদ পাথার বিলে এ ঘটনা ঘটে। 

ঘটনার শিকার আহত জেলে আব্দুল মতিন জানায়, শনিবার রাতে ওই বিলে মাছ ধরার সময় ওই এলাকার  জেলে নেতা দূরুলের নেতৃত্বে প্রায় শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ৩ জন সাধারন জেলে আহত হয়। আহত জেলেরা হলো- একই ইউনিয়নের জশৈল গ্রামের আব্দুল মতিন(৪৫), রাগিব হোসেন (১৭)ও তুষার (২২)। তাঁদের মধ্যে বর্তমানে দু'জন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা আরও জানায়, সরকারী ভাবে ইজারা দেয়া ওই বিল বর্তমানে জোরপূর্বক দখলে নিয়ে জেলে নেতা দূরুল টাকার বিনিময়ে সাধারন জেলেদের মাছ ধরতে দিচ্ছে। বিলটি উম্মুক্ত জলাশয় হওয়ায় তারা ওই জেলে নেতাকে টাকা না দেয়ায় সে তাদের উপর এ হামলা চালায়। আরও একজন আহত জশৈল এলাকার বাসিন্দা রাগিব আলী জানান,আমি সেখানে মারধর করতে দেখে পাশে গেলে আমার উপরে তাঁরা হামলা চালিয়ে আমাকেও আহত করেছে। আমার গলার ঘাড় ও পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। আমি হাসপাতালের বেডে এখন সবসময় শুয়ে থাকছি।

বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য মাহাবুর রহমান মোবাইল ফোনে জানান, ঘটনাটি সে সকালে শুনেছে। জেলে নেতা দূরুল তাদের উপর হামলা চালিয়েছে বলে আহত জেলেরা তাকে জানিয়েছে। 

এ ব্যাপারে জানতে জেলে নেতা দূরুলের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে কথা হলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার মোবাইল ফোনে জানান,  শনিবার রাতে ওই বিলে জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]