কুষ্টিয়ায় সাব্বির (৩৭) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রোজিনা পলাতক।
রোববার (০২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহরতলির মিলপাড়া টেলিফোন অফিস (ছোট ওয়্যারলেস) গেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে। সাব্বির ওই এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বিরের প্রথম পক্ষের স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে। তারা ঢাকায় বসবাস করেন। এক মাস আগে সাব্বির কুষ্টিয়া শহরতলির উত্তর লাহিনীপাড়া এলাকার শামসুলের মেয়ে রোজিনা খাতুনকে বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে রোববার স্বামী সাব্বিরকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন তার দ্বিতীয় স্ত্রী রোজিনা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতা মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনাকে গ্রেফতারের চেষ্টা চলছে।