গোপালগঞ্জ গাউজ দাড়িয়া (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের বাদশা শেখের পুকুর থেকে থেকে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি শীতল চন্দ্র পাল।
নিহত গাউজ দাড়িয়া কাঠি ইউনিয়নের খানারপড় গ্রামের আজিম দাড়িয়ার বড় ছেলে। সে দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে তার বাড়ি সামনে মুদি ব্যবসা করে আসছে।
নিহতের পিতা আজিম দাড়িয়া জানান, গাউজ দাড়িয়া প্রতিদিনের ন্যায় বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশের নিজের মুদি দোকানে ঘুমিয়ে ছিলো। আজ বৃহস্পতিবার সকালে ৬ টার দিকে আমার স্ত্রী দোকানে গেলে দোকানের দরজা খোলা দেখেতে পায়। এরপর তাকে খুঁজতে থাকে। পরে স্থানীয়রা বাদশা শেখের বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন।
নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের সাথে গ্রামের কাইয়ূম মোল্লার ছেলের সাথে গতকাল সন্ধায় দোকোনের পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। আমাদের ধারণা ওই বিবাদের কারণে আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। লাশের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
রাজশাহীর সময় /এএইচ