জন্মদিনে চিতা ছেড়ে লজিস্টিক্স নীতি ঘোষণা মোদীর


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 17-09-2022

জন্মদিনে চিতা ছেড়ে লজিস্টিক্স নীতি ঘোষণা মোদীর

নামিবিয়া থেকে আসা চিতাদের সঙ্গে জন্মদিনে সময় কাটাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সাথে আগামিকাল সন্ধ্যায় জাতীয় লজিস্টিক্স নীতি ঘোষণা করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন্দ্রের দাবি, ওই নীতি কার্যকর হলে আগামী দিনে দেশে পণ্য পরিবহণের চিত্রটি যেমন বদলে যাবে, তেমনই পরিবহণ খরচও এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।

বিরোধীদের অভিযোগ ছিল, নিজের জন্মদিন যাতে প্রচারের তুঙ্গে থাকে, তা নিশ্চিত করতেই বেছে বেছে কালকের দিনেই নামাবিয়া থেকে আসা চিতাদের মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রায় সাত দশক বাদে ভারতের জঙ্গলে ফিরে আসছে চিতা। ফলে বিষয়টি নিয়ে প্রবল আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। বিরোধীদের অভিযোগ ছিল, চিতার মতো বিষয়কে সামনে রেখে প্রচারের আলো শুষে নেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী।

কিন্তু আজ সরকারি সূত্রে বলা হয়েছে আগামিকাল চিতা সংক্রান্ত কাজ শেষ হওয়ার পরেই দিল্লি ফিরে এসে প্রধানমন্ত্রী জাতীয় লজিস্টিক্স নীতি ঘোষণা করবেন। বিজেপি নেতৃত্বের বক্তব্য, নিজের জন্মদিনেও মোদী যে কর্তব্য থেকে বিচ্যুত হন না, আগামিকাল লজিস্টিক্স নীতির ঘোষণা তার প্রমাণ। আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন ওই লজিস্টিক্স নীতির ফলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেক সহজে পণ্য পরিবহণ সম্ভব হবে। এর ফলে জিডিপির আট শতাংশ পরিমাণ পণ্য পরিবহণের খরচ কমবে। ওই নীতির ফলে দেশের বিভিন্ন প্রান্তে কার্গো টার্মিনাল, গোডাউন যেমন বানানো হবে, তেমনই পণ্য পরিবহণের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের আলাদা কর ব্যবস্থা তুলে দিয়ে একটি সরল কর ব্যবস্থার কথাও ভাবা হয়েছে, যাতে লাল ফিতের ফাঁসজনিত সমস্যা কাটানো সম্ভব হয়।

কেন্দ্র জানিয়েছে, গত আট মাস ধরে বিভিন্ন রাজ্যের লজিস্টিক্স নীতি নিয়ে আলোচনার পরে ওই জাতীয় নীতি বানানো হয়েছে। ওই নীতির ফলে পণ্য পরিবহণের বর্তমান খরচ অন্তত পাঁচ শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী আট বছরের মধ্যে লজিস্টিক্স উন্নয়ন সূচকে বিশ্বের প্রথম ২৫টি দেশের তালিকায় ঢোকার পরিকল্পনা নিয়েছে ভারত।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]