প্রধানমন্ত্রী ভারত থেকে দুই কলস পানি নিয়ে এসেছেন, এটাই অর্জন: অলি


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 15-09-2022

প্রধানমন্ত্রী ভারত থেকে দুই কলস পানি নিয়ে এসেছেন, এটাই অর্জন: অলি

“প্রধানমন্ত্রী ভারত থেকে দুই কলস পানি নিয়ে এসেছেন, এটাই অর্জন। যে আশা নিয়ে তিনি ভারতে গেছিলেন তা পূরণ হয়নি। উল্টো দেশে এসে সাংবাদিকদের প্রশ্নের কোনো সরাসরি উত্তর না দিয়ে তিনি খালেদা জিয়াকে গালাগালি করেছেন।” - এমনটাই বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ (অব.)। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদরাই দায়ী। তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। তারা মানুষকে ভালোবাসে না। তাই দেশের এমন অবস্থা বলেও মন্তব্য করেন অলি আহমদ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এই রাজনীতিবিদ বলেন, ‘সাংবাদিকরা প্রশ্ন করছেন, তিনি (প্রধানমন্ত্রী) কিন্তু সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেননি। কিছু সময় পাশ কাটিয়ে গেছেন, কিছু সময় বেগম খালেদা জিয়াকে গালি দিয়েছেন। দুই কলসি পানি নিয়ে এসেছেন, এটাই বাংলাদেশের এখন বড় অর্জন। যে আশা নিয়ে গেছিলেন তা পূরণ হয়নি।’

তিনি বলেন, ‘আগের দুই নির্বাচনেও সুজাতা সিং ও তাদের পররাষ্ট্রমন্ত্রীকে ভাড়া করে নিয়ে আসছিল আওয়ামী লীগ। তারা নিশ্চয়তা দিয়েছিল আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে। এখন কিন্তু সে অবস্থা নেই।’

অনুষ্ঠানে অলি আহমদের পাশে বসেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমার পাশে জামায়াত বসে আছে। এখন যদি বিএনপি পাশে বসে, তাহলে ওরা (আওয়ামী লীগ) জান বাঁচানোর রাস্তাও খুঁজে পাবে না। সেসময়ও আসবে।’

অলি আহমদ বলেন, ‘শুনছি আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগে জান বাঁচানোর প্রস্তুতি নেন। নির্বাচন নয়, জান বাঁচানোর প্রস্তুতি নেন। পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তাদের করুণ পরিণতি হয়েছে, এদেরও হবে।’

তিনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের বোঝার শক্তি না হয়, ততদিন পর্যন্ত আমরা অত্যাচারিত হব। প্রথমে রাজনীতিটা সঠিক পথে আনতে হবে। সঠিক পথে আনতে হলে বর্তমান সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেগুলো সঠিক পথে আনতে হবে। যেসব অফিসার এ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে, তাদের তালিকা করছি। তাদের আগে জেলে পাঠাতে হবে। যারা পেনশনে গেছেন, তাদের পেনশন বাজেয়াপ্ত করতে হবে। তারা জাতীয় শত্রু।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]